বুধবার, মে ৮, ২০২৪
spot_img

কৃষকের ৪ টাকার শসা ঢাকায় ৪০

সারা বছর কষ্ট করে ফসল ফলিয়ে পাইকারিতে ৮০-১২০ টাকা মন হিসেবে শসা বিক্রি করছেন প্রত্যন্ত অঞ্চলের কৃষক। সে হিসেবে কেজি প্রতি দাম পাচ্ছে ২-৩ টাকা। কেউ কেউ ভালো মানের শসা চার টাকা কেজি পেলেও বিক্রি করতে অনেকেই শসা বিক্রি করতে না পেরে ফেলে দেওয়ারও খবর পাওয়া গেছে। অথচ কয়েক হাত ঘুরে সেই শশা রাজধানীতে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি।

গেল রমজান মাসে কৃষক শসার ভালো দাম পেলেও গত সপ্তাহে ২-৩ টাকা কেজি বিক্রি করেছেন বলে জানা গেছে। শসা চাষিদের অভিযোগ, ১৫ থেকে ২০ দিন আগে বাজারে শসার দাম ভালো থাকলেও গত সপ্তাহ থেকে দাম কমতে শুরু করে। রমজানের শুরুতে পাইকারি বাজারে প্রতি কেজি শসা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করলেও কয়েক দিন ধরে প্রতি কেজি শসা ২ থেকে ৩ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে। এতে লোকসান গুনছেন শসা চাষিরা।

উত্তরের জেলা দিনাজপুর ঠাঁকুরগাও অঞ্চলের কৃষকরা বলছেন, চলতি মাসের শুরুর দিকে শসার বাজারদর বেশি ছিল। কিন্তু মাঝামাঝি সময়ে বাজারে শসার সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে। 
ঠাকুরগাঁও এলাকার এক কৃষক বলেন, ‘এবার ৪০ শতাংশ জমিতে শসার আবাদ করেছি। ফলন ভালো হওয়ায় খুশি হয়েছিলাম। ভাবলাম খরচ তুলে লাভ হবে। কিন্তু বিক্রি করতে গিয়ে হতাশ হচ্ছি।’

সদর উপজেলার আরেক কৃষক বলেন, ‘চার বিঘা জমিতে শসা চাষ করেছি। হাটে নিয়ে গেলে বিক্রি হচ্ছে না। পরে ২ টাকা দরে এক পরিচিত পাইকারের কাছে কিছু বিক্রি করেছি। তাতে লোকসানের মধ্যে থাকতে হবে।’ 

এদিকে আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় ৪০-৫০ টাকায় প্রতিকেজি শসা বিক্রি হতে দেখা গেছে। উত্তর বড্ডা বাজারের এক বিক্রেতা বলেন, ‘পাইকারি বাজার থেকে শসা কিনে আনতে খরচসহ ২০-২৫ টাকা পড়ে যায়। এই শসা এখন ৪০ টাকায় বিক্রি করতেছি সন্ধ্যার দিকে ২৫-৩০ টাকায় বেচতে হবে। দোকান ভাড়া আছে বিদ্যুৎ খরচ আছে। ৪০ টাকায় না বেচলে পোসাইবো ক্যামনে।’

সম্প্রতি দিনাজপুরে শসার কেজি ১ টাকা, চাষিদের মাথায় হাত শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি দেখে এলাকার চাষিদের সঙ্গে যোগাযোগ করে একটি সুপারশপ। তারা কৃষকদের কাছ থেকে ৫ টাকা হিসেবে কিনে ১২ টাকায় বিক্রি করে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর