মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদীর হেতিমদী-সাগরদী রাস্তায় এক মোটরবাইক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু ও ১ যুবক আহতের ঘটনার এক দিন পর একই স্থানে অপর এক বাইক দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু ঘটেছে ও ৫ যুবক আহত হয়। তাদের সবাই হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
দুর্ঘটনায় আহত এক যুবকের বর্ননামতে, ১৮ আগষ্ট (রোববার) রাত পৌনে ৯টার দিকে মনোহরদীর হেতিমদী-সাগরদী রাস্তায় মোটরবাইকে করে তারা তিন যুবক বড়ো রাস্তা থেকে মইষাকান্দী রাস্তায় নেমে আসছিলেন। এ সময় পেছন থেকে তিন আরোহীর একটি দ্রুতগামী মোটর বাইক তাদের মোটরবাইকে এসে সজোরে ধাক্কা মারে। এতে উভয় মোটর বাইকের দু’চালক ও ৪ আরোহীর সবাই আহত হন।
চিকিৎসার্থে তাদের সবাইকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহতদের মধ্যে নাঈম (২৩) এর আঘাত গুরুতর বিবেচনায় চিকিৎসার্থে তাকে ঢাকায় প্রেরন করা হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে বলে তার পারিবারিক সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। নিহত নাঈম বেলাব উপজেলার পশ্চিম পোড়াদীয়া গ্রামের আসাদের পুত্র।
উল্লেখ্য, একই স্থানের রাস্তায় এর আগে গত শুক্রবার রাতে অপর এক পৃথক মোটরবাইক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু ও এক যুবক আহত হবার ঘটনা ঘটেছে।
সাইফুর রহমান আকন্দ নিশাদ/এস আই আর