মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img

কারামুক্ত হলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি: প্রায় ৯ বছর পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম এই তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় কারামুক্ত হন আসলাম চৌধুরী।

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম বলেন, মো.আসলাম চৌধুরীকে ৭৬ টি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাবন্দী রাখা হয়। ৭৫টি মামলায় জামিন হয়েছিল। কিন্তু ২০১৩ সালে ঢাকার কোতোয়ালী থানার রাজনৈতিক মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও ২০২১ সালে গ্রেপ্তার দেখিয়ে মুক্তি প্রক্রিয়া আটকে রাখে সদ্য সাবেক স্বৈরশাসক। ঐ মামলায় ৫ জানুয়ারি ২০২২ সালে মহামান্য হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্র পক্ষ চেম্বার জজে আপীল করে জামিন স্থগিত করা হয়। ১৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধী সুপ্রিম কোর্টের আপীল বিভাগ জামিনের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের দায়েরকৃত আপীল খারিজ করে দিয়েছেন।

জনসাধারণের অভিযোগ:
স্থানীয় জনগণ একের পর এক মিথ্যা মামলায় অভিযুক্ত হওয়া বিরোধী নেতাকর্মী ও আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ওই আইনে করা মামলা অনতিবিলম্বে নিষ্পত্তি করে জনগণকে রেহাই দেওয়ার দাবী জানান।

প্রসঙ্গত, আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৬ সালের ১৬ মে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

মোহাম্মদ ইউসুফ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর