রবিবার, আগস্ট ২৪, ২০২৫
spot_img

চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস পালন

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস পালিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মাঠ দিবসের আলোচনা সভা হয়।

মাঠ দিবস সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার তাঁর স্বাগত বক্তব্যে মাশরুম চাষের সম্ভাবনা, মাশরুমের পুষ্টিগুণ তুলে ধরেন। তিনি দারিদ্র দুরীকরণে মাশরুম চাষে উদ্যোক্তােদের এগিয়ে আসার আহবান জানান।

মাঠ দিবসের আয়োজনে সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল চন্দ্র প্রামানিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার মাশরুম চাষীগণ উপস্থিত ছিলেন।

হানিফ মেহমুদা/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর