জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার ( ৬ মে) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডা সরাইগাছি অঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে ভুটভুটির চালক নিহত হয়েছেন। পালিয়ে গেছে ট্রাকের চালক ও তার সহকারী।
নিহত ভুটভুটি চালক গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দোষীমনি কাঁঠাল গ্রামের মাইনুল ইসলামের ছেলে মোজাম্মেল হক বাবু (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আড্ডা সরাইগাছি সড়কে আড্ডা থেকে যাওয়া একটি ভুটভুটি পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর বাজারে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দোষীমানি কাঁঠাল গ্রামের ভুটভুটি চালক বাবু ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, সোমবার সকালে আড্ডা সরাইগাছি সড়কে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর নামক স্থানে একটি পাথর বোঝায় ট্রাকের সাথে একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মোজাম্মেল হক বাবু। এ ঘটনায় ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট- ২০-৯৫২৮) ফেলে চালক ও হেলপার পালিয়ে গেলেও জব্দ করা হয় ট্রাকটি। পালিয়ে যায় চালক । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
হানিফ মেহমুদ/এস আই আর