Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আত্রাইয়ে ডাসকোর উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

আত্রাইয়ে ডাসকোর উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প কতৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মো: রহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহা: ফিরেজ।

এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের আত্রাই উপজেলার এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট গোলাম রাব্বানী, এফএফ নিলুফা খাতুন, ইউডিএমসির সদস্যবৃন্দসহ প্রকল্পের সদস্যগণ।

গোলাম রাব্বানী/এমএ

Exit mobile version