নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশ-এর বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন হয়েছে। ‘পরিচ্ছন্ন হাত কেন এখনো গুরুত্বপূর্ণ?’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুড নেইবাবারস বাংলাদেশ এর নীলফামারী সিডিপি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়া গ্রামের নিজস্ব অফিস প্রাঙ্গণে শিশু, মা ও কমিউনিটির মানুষের অংশগ্রহণে উদযাপন করলো বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আব্দুল কাদের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার নীলফামারী এবং নীলফামারী সিডিপির কর্মকর্তা ও ভলান্টিয়ারবৃন্দ। আলোচনা সভায় বক্তারা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য পাশাপাশি অংশগ্রহণকারীদের সামনে নিয়মিত হাত ধোয়া অভ্যাসের উপকারী দিকসমূহ উপস্থাপন করেন । বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, সঠিক নিয়মে হাত ধোওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য ব্যাপক সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। আসুন আমরা সবাই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সবাইকে সচেতন করি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখি।
সেলিম রেজা/এমএ