মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘনাস্থলেই শাকিল হোসেন (২৬) নামে এক যুবকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধার পূর্ব মহূর্তে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী টু চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ দূর্ঘটনায় আরো দু’জন যুবক আহত হয়েছেন। আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
নিহত শাকিল হোসেন হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে।
থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিল হোসেন পেশায় একজন রং মিস্ত্রী। প্রতিদিনের মতো তার কাজ শেষ করে চৌবাড়িয়াহাট এলাকা থেকে তার সহযোগী আরো দু’জনকে সাথে নিয়ে একটি মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে সে সময় দ্রুতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দূর্ঘটনাস্থলেই মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে শাকিল হোসেনের মৃত্যু হয় এবং তার সাথে থাকা অপর দু’জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে দূর্ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
গোলাম রাব্বানী/এমএ


 
                                    