জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ ১০ ডিসেম্বর, ২০২৪ বিশ্ব মানবাধিকার দিবসটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বিকাল সাড়ে ৪টায় পালিত হয়। জাবি ছাত্রদল নেতা জাকিরের নেতৃত্বে ছাত্রদলের অনেক নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেয়।
মানবাধিকার দিবসের গুরুত্ব ও তাৎপর্য অনুসরণ করে ছাত্রদল নেতাকর্মীরা মানববন্ধনে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামী লীগ ও পেটোয়া বাহিনীর নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনাগুলোর যথাযথ বিচার দাবি করেন।
এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের নিপীড়ন, গুম, হত্যা এবং মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান। বক্তারা মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার এবং নিপীড়িতদের মুক্তি দাবি করেন।
এসময় জাবি ছাত্রদল নেতা জাকির বলেন, “আজকের এই মানববন্ধন আমাদের সংগঠনের দৃঢ় অবস্থান এবং সংগ্রামের আরেকটি উদাহরণ। আমরা শুধুমাত্র বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি না, বরং বিশ্বের সকল মানুষের মৌলিক অধিকার রক্ষার পক্ষে সোচ্চার হয়েছি। বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য অনুসরণ করে আমরা আজ গুম, নির্যাতন, হত্যাকাণ্ডের শিকার সকল নেতাকর্মী এবং নাগরিকদের মুক্তি চাই এবং আওয়ামী লীগ সরকারের হাতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করছি।”
আরেক ছাত্রদল নেতা মো. আবিদুর রহমান বলেন, ‘‘শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই সংগ্রাম কোনো রাজনৈতিক বা দলীয় নয় বরং একটি ন্যায়বিচারের আন্দোলন। আমাদের আন্দোলন মানবাধিকার রক্ষার অগ্রদূত হিসেবে কাজ করবে।’’
এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন- আদনান করিম, সাহান ভুঁইয়া, শামসুজ্জামান সায়েম, সাদিকুর রহমান, অনিক, একরামুল হক, আমিনুল ইসলাম, মমিনুল হক, মমিনুর রহমান, শামীম, তানভীর রহমান, নাঈমুল ইসলাম ও আরেফিন মুন্নাফ প্রমুখ ছাত্রদলের নেতাকর্মীরা।
মোঃ আরিফ হোসেন/এমএ