ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে হত্যা করে ট্যাংকে লাশ লুকিয়ে রাখার আলোচিত তপু হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সোহেল রানা (২২) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ি মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক সোহেল রানা রাজশাহীর বাঘা উপজেলার চক রাজাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
সোহেল রানা কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম।
তিনি জানান, চলতি বছরের ২৩ জনু ঈশ্বরদী সরকারি কলেজের পেছনে মশুড়িয়া পাড়া অরণ্য ছাত্রাবাসের তৃতীয় তলায় আলোচিত কিশোর তপুকে হত্যা করে ট্রাঙ্কে ভরে রাখার ঘটনায় ঈশ্বরী থানার (মামলা নাম্বার ৩৪) এর অন্যতম পলাতক আসামী ম্যাচ ম্যানেজার মোঃ সোহেল রানা কে গাজিপুর মেট্রোপলিটন এলাকার কাশিমপুরের বাগবাড়ি মাদ্রাসা বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে ঘটনার পরপরই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামী জয়নাল আবেদীন জয় কে গ্রেফতার করে নিহত তপুর মোবাইল ফোন তার কাছ থেকে উদ্ধার করা হয় এবং অপর আসামি ঈসা খালাসীকে গ্রেফতার করে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
সিয়াম রহমান/এমএ