নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সৈয়দপুর ৪ নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের আর্থিক তহবিল হতে হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চারশত বিশটি(৪২০) স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পোড়াহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোড়াহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসাইন ও ৪ নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন ও অত্র ইউনিয়নের ইউনিয়ন সচিব সেরাজুল শাহ, বোতলাগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম (মইনুল) প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও এলাকার গুনিজন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মনিরুজ্জামান জুন বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দেশ গড়ার কারিগর। জাতি যত বেশি শিক্ষিত হবে দেশ তত বেশি উন্নয়নশীল হবে।তিনি আরোও বলেন আমাদের সমাজে যে সকল অসহায় শিক্ষার্থী আছে আমরা যদি তাদের টেককেয়ার করি তাহলে তারা তাদের পড়াশোনার প্রতি যত্নবান হবে।
অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম (মইনুল) বলেন, একটি দেশের মুল চাবিকাঠি হচ্ছে শিক্ষার্থী। তাই শিক্ষার্থীদের খোঁজ খবর রাখা প্রত্যেক নাগরিকদের নৈতিক দায়িত্ব।
অত্র ইউনিয়নের ইউনিয়ন সচিব বলেন, আমরা যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়, দারিদ্র্য ও এতিম শিক্ষাদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করি, তাহলে দেশ ও জাতির কল্যাণকর হবে।
স্কুল ব্যাগ হাতে পেয়ে শিক্ষক,শিক্ষিকা ছাত্রছাত্রীদের মাঝে আনন্দ বিরাজ করেছে। এসব উদ্যোগ দেখে অত্র এলাকা ও পাশ্ববর্তী এলাকায় সুনাম বিরাজমান করেছে।
সেলিম রেজা/এমএ