রবিবার, আগস্ট ২৪, ২০২৫
spot_img

মধ্যরাত থেকে বন্ধ থাকতে পারে ট্রেন চলাচল

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎রেলওয়ে রানিং স্টাফদের ডাকা কর্মবিরতির কারণে আজ সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে ঈশ্বরদীসহ সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল।

‎মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন তারা।

‎সোমবার দিবাগত রাত ১২টা থেকে এই কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। তবে আজকের মধ্যে দাবি না মানলে রেল চলাচল বন্ধের সিদ্ধান্তে অনর তারা। তাদের দাবি এবার মুখের কোন আশ্বাস নয় এবার আদেশ পেলেই কর্মবিরতি থেকে পিছু হটবেন।

‎এদিকে রেল বন্ধের হুঁশিয়ারিতে দুশ্চিন্তায় পড়েছে বিভিন্ন রুটের যাত্রীরা। এরমধ্যেই আগামীকালের বেশিরভাগ টিকিট বিক্রয় হয়ে গেছে।

‎রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ (চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার) ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় (হেডকোয়ার্টার) হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে (আউটার স্টেশন) হলে ৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা-সুবিধা দেওয়া হয়। যা রেলওয়েতে ‘মাইলেজ’ সুবিধা হিসেবে পরিচিত।

‎২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়। ওই চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে তা সর্বোচ্চ ৩০ কর্মদিবসের সমপরিমাণ করার কথা জানানো হয়। এ ছাড়া বেসামরিক কর্মচারী হিসেবে রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে পাওয়া ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন রানিং স্টাফরা।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর