রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার বাঘা উপজেলায় তরুনদের নিয়ে গঠিত বাঘা ইয়াংগার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোহানুর রহমান মেহেদীকে সভাপতি ও স্বচ্ছ পান্ডেকে সম্পাদক করে ৫৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তুফান আহমেদ, সোহাগ প্রমাণিকসহ ছয় জন। যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুর সাকিব নিসার, মেহেরাফ হোসেন মুন্নাসহ পাঁচ জন। সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মাহমুদ ইমনসহ সাত জন।
উল্লেখ্য, সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সমাজিক উন্নয়নমূলক সেচ্ছাসেবী সংগঠন।
মাফুজুর রহমান ইমন/এসএ