বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মোজাম্মেল হক (৫৫) নামে এক সহকারি শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ আগষ্ট) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ঢেকনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক ওই ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের মৃত দারাজ উদ্দীনের ছেলে এবং তিনি বালিয়াডাঙ্গী তেগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে নিশ্চিত করেছেন বড়বাড়ী ইউনিয়নের ইউপি সদস্য ইউসুফ আলী।

সুত্র জানায়, মঙ্গলবার রাতের খাবার খেয়ে মোজাম্মেল হক ও তার স্ত্রী সন্তান ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে তার স্ত্রী বিজলি আক্তার নামাজের উদ্দেশ্যে জেগে উঠলে স্বামীকে পাশে না পেয়ে বাড়ীতে খোঁজাখুঁজি করেন এবং নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েন। সকালে তিনি ঘুম থেকে উঠে রান্না ঘরে গেলে সেখানে ঝুলন্ত অবস্থায় তার স্বামীকে দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত মোজাম্মেল হকের স্ত্রী বিজলি আক্তার বলেন, তার স্বামী গত ৮ মাস থেকে মানসিক রোগে ভুগছেন। এর আগে তার স্বামীকে রংপুর ও ভারতে চিকিৎসা করান। তার স্বামী এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সংসার জীবনে তাদের দুই সন্তান রয়েছে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, শিক্ষক মোজাম্মেল হকের মৃত্যুর ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যুর ( ইউডি) মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান আকাশ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর