Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে সাইদুল আলম রনি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১লা জুন) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মহিষাজুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (২রা জুন) দুপুরে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রনি ওই ইউনিয়নের মনরাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে।

এসআই আনোয়ার হোসেন প্রতিবেদককে আরও বলেন, মনরাজ গ্রামে রুহুল আমিনের ফিসারিতে প্রায় ১৫ দিন ধরে কাজ করছিলেন রনি। শনিবার দুপুরে ওই ফিসারিতে তিনি মাছ ধরতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে তিনি মারা যান।

এসআই আনোয়ার আরও বলেন, শনিবার রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় রনির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিমির বনিক/এস আই আর

Exit mobile version