বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img

অবৈধভাবে আমদানিকৃত ১৮৮ বস্তা চিনিসহ আটক-২

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ১৮৮ বস্তা ভারতীয় চিনিসহ দু”জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২০শে জানুয়ারি) রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনির এলাকায় পাশে একটি মালবাহী ট্রাকের ভেতর থেকে ১২ লাখ টাকার এই চিনি জব্দ করা হয়।

এ সময় ইয়াসিন আলী (২৫) ও রিফাত হাসান দিপু (২২) নামে দু”জনকে গ্রেপ্তার করা হয়।

এ অভিযান পরিচালনা করেন ডিবি’র এসআই মাহমুদুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সিলেট থেকে আগত একটি ট্রাক তল্লাশি করে ১৮৮ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। চিনি পাচারকারী চক্রটি সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে চিনি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল বলেও জানান তিনি।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার জানান, দেশের চোরাচালান কারবারিদের দৌরাত্ম্যে এতটাই মাথা ছাড়া দিয়ে উঠেছে যে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের মাধ্যমে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তিমির বনিক/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর