ভারতের রাজধানী দিল্লির অনেক এলাকা টানা বৃষ্টিতে তলিয়ে গেছে। বৃষ্টির কারণে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের।
এদের মধ্যে ৪ শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে। খবর আনন্দবাজার পত্রিকার।
শনিবারের বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। সফদরজঙে শনিবার বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। কিন্তু শুধু শুক্রবারই গোটা মৌসুমের এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গেছে। এক দিনে ২২৮ মিলিমিটার বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে গোটা রাজধানী। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৬ সালের পর থেকে জুন মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত এটি।
লোদী রোডে বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার। রবিবার এবং সোমবারেও ভারী বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দেয়া হয়েছে।
আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হলেও সাত দিন পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলেও জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।