সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img

হিজবুল্লাহর নতুন প্রধান কে এই নাইম কাসেম

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর নতুন প্রধানের নাম ঘোষণা করেছে প্রতিরোধ যোদ্ধারা। গোষ্ঠীটির নতুন প্রধান হয়েছেন নাইম কাসেম। তিনি গোষ্ঠীটির প্রতিষ্ঠালগ্ন থেকেই হিজবুল্লাহর সঙ্গে রয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, গোষ্ঠীটির নতুন প্রধান হয়েছেন নাইম কাসেম। তিনি এর আগে গোষ্ঠীটির ডেপুটি ছিলেন। তাকে সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত করা হয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, কাসেম তার ‘হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে’ এ পদের জন্য নির্বাচিত হয়েছেন।

৭১ বছর বয়সী হিজবুল্লাহর এ নেতা এর আগে দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন। তিনি ১৯৮০-এর দশকের গোড়ার দিকে গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা ধর্মীয় পণ্ডিতদের একজন। লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়েহ শহরের কিফার কিলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

নাইম কাসেম ১৯৯১ সালে ‍হিজবুল্লাহর উপপ্রধান নিযুক্ত হন। তৎকালীন প্রধান আব্বাস আল ‍মুসাওয়ি তাকে এ পদে নিযুক্ত করেন। এর এক বছর পর ইসরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হন।

মুসাওয়ি নিহত হওয়ার পর হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান নির্বাচিত হন। এরপর থেকে উপপ্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন নাইম কাসেম। গত এক বছর ধরে তিনি গোষ্ঠীটির অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিভিন্ন মিডিয়ায় তিনিই কথা বলে থাকেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর