বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
spot_img

মাকের্ট ও দোকান বন্ধ ঘোষণা দিয়েছে – পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: এই তীব্র গরমে বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষে আজ থেকে রাত ৮টার পর সকল মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ডিপিডিসি)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ডিপিডিসির এনওসিএস অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলী।

তিনি বলেন, সারা দেশে তীব্র তাপ প্রবাহ চলছে, এছাড়াও গরমের দিনে বিদ্যুত সংকট বেশি হয়। এই সংকটকে মোকাবেলা করতে ও লোডশিডিং কমাতে রাত ৮ টার পর থেকে সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিন মাইকিংয়ের মাধ্যমে জানয়ে দিচ্ছি। যারা এ নির্দেশনা না মানবে আমরা তাদের চিঠি দিয়ে সতর্ক করবো, এরপরও সতর্ক না হলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নও করা হতে পারে। এই নির্দেশনা বছরজুড়েই থাকবে।

এছাড়া অটো রিকশা স্ট্যান্ডসহ যে যে স্থাপনায় অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়া হয়েছে আমরা প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে তাদের জরিমানা করছি, এবং সংযোগ বিচ্ছিন্ন করছি।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর