বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
spot_img

নীলফামারীতে ঘূর্ণিঝড় দানার আঘাতে নুয়ে পড়েছে পাকা-আধাপাকা ধান

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ঘূর্ণিঝড় দানার আঘাতে নুয়ে পড়েছে পাকা-আধাপাকা ধানের জমি। শুক্রবার (২৫ অক্টোবর) সকা‌লে নীলফামারী সদর উপ‌জেলার বি‌ভিন্ন এলাকার ফস‌লি মা‌ঠে গি‌য়ে দেখা যায়, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে অনেক স্থানে পাকা ও আধাপাকা ধান গাছ মাটিতে নুয়ে পড়েছে।

এতে পাকা আমন ধান ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে জমিতে কেটে রাখা ধান নিয়ে কৃষকরা বিপাকে পড়েছে। ধানগুলো ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় প‌ড়ে‌ছে আমন চাষীরা। টানা দুই দিনের মাঝারি বৃষ্টি থাকলেও বাতাসের বেগের কারণে এসব ফসল নুয়ে পড়েছে।

সদর উপজেলার রামনগর ইউনিয়নের কৃষক আতিকুল ইসলাম জানান, এ বছর তিন বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করি, ধানের ফলন মোটামুটি ভালো হয়েছে কিন্তু বাতাসের বেগের কারণে কমবেশি ধানক্ষেত নুয়ে পড়েছে।

এছাড়া একই এলাকার কৃষক জাহানুর ইসলাম জানান, ধানক্ষেত মাটিতে নুয়ে পড়ার কারণে অনেক ধান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া কৃষক ছলেমান আলী জানান, এভাবে টানা বৃষ্টি থাকলে শাক-সবজির ক্ষেত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।
এছাড়া কাটা ধান জমিতে থাকা কৃষকের মনে অশান্তি বিরাজ করতেছে।

সেলিম রেজা/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর