নওগাঁ প্রতিনিধি: “ছাত্র, শিক্ষক, কৃষক ভাই, ইঁদুর দমনে সহায়তা চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় উদযাপিত হলো জাতীয় ইঁদুর দমন দিবস ২০২৪। আজ ২৩ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. খলিলুর রহমান, মো. রেজাউল করিম এবং মো. মেহেদুল ইসলাম। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ইঁদুর দমনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। এর পরপরই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে কৃষকদের উদ্দেশ্যে ইঁদুর দমনের বিভিন্ন কৌশল ও পদ্ধতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তার বক্তব্যে বলেন, “ইঁদুর ফসলের জন্য এক বিরাট হুমকি। এটি শুধু ফসল নয়, দেশের খাদ্য নিরাপত্তার উপরও প্রভাব ফেলে। তাই ইঁদুর দমনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” তিনি ইঁদুর দমনের জন্য কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ইঁদুর ধরার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তিলকপুর ইউনিয়নের মো. আনোয়ার হোসেন প্রথম পুরস্কার পান এবং মোট ৮ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই আয়োজন কৃষকদের মধ্যে ইঁদুর দমনে নতুন উদ্যম এবং উৎসাহ জাগিয়েছে বলে মনে করা হচ্ছে।
মোঃ এ কে নোমান/এমএ