মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
spot_img

মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ২৪ অক্টোবর একটি দিনব্যাপী পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ব্যবহৃত প্লাস্টিক এবং কাগজ দিয়ে হস্তশিল্প তৈরির কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। স্কুলের অধ্যক্ষ জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে ইএসডিও’র প্রকল্প ব্যবস্থাপক মো. অজিদুর রহমানসহ স্থানীয় শিক্ষক-শিক্ষিকা, স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ওয়াটার এইড বাংলাদেশ ও ইএসডিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ছয় জনকে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ আল মামুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সচেতন থাকার আহ্বান জানান।

এই ক্যাম্পেইনের মাধ্যমে মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজে একটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ নিশ্চিত করার প্রয়াস নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার দায়িত্বশীলতা জাগ্রত করতে সহায়ক হবে।

মোঃ এ কে নোমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর