সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল সিগারেট ও বিড়ি সরবরাহের চেষ্টাকালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী থানার সামনে অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুরপুর এলাকা থেকে একদল কালোবাজারি ঈশ্বরদীর এসএ পরিবহন ব্যবহার করে নকল বিড়ি ও সিগারেট দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছিল। পরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে ১৭,৬০০ প্যাকেট নকল বিড়ি এবং ১৩,০০০ প্যাকেট সিগারেট রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার টাকা। বিজিবির বিশেষ টহল দল, ঈশ্বরদী থানা পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষের সহায়তায় এসব পণ্য উদ্ধার করে ঈশ্বরদী কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
/এমএ