শনিবার, জুন ২১, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে নকল সিগারেট ও বিড়ি জব্দ, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎পাবনার ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল সিগারেট ও বিড়ি সরবরাহের চেষ্টাকালে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী থানার সামনে অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম।

‎তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুরপুর এলাকা থেকে একদল কালোবাজারি ঈশ্বরদীর এসএ পরিবহন ব্যবহার করে নকল বিড়ি ও সিগারেট দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছিল। পরে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

‎জব্দকৃত মালামালের মধ্যে ১৭,৬০০ প্যাকেট নকল বিড়ি এবং ১৩,০০০ প্যাকেট সিগারেট রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার টাকা। বিজিবির বিশেষ টহল দল, ঈশ্বরদী থানা পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষের সহায়তায় এসব পণ্য উদ্ধার করে ঈশ্বরদী কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর