বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার অনুষ্ঠিত

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের আয়োজনে শনিবার (১৫ মার্চ) বিকেলে মাঝাটোলা গ্রামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারী, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক। এসময় আরও উপস্থিত ছিলেন, মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের সভাপতি মোহা. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. নাদিম হোসেন, সাধারণ সম্পাদক মোহা. সারোয়ার জাহান তোতাসহ অন্যান্যরা।

সকালে প্রতিযোগিতা এবং বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পুরস্কার ৭ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার ও তৃতীয় পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা পুরস্কার দেয়া হয়৷

প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংগঠন মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘ এলাকায় অসহায় দুঃস্থ মানুষকে সহযোগিতা, মৃত ব্যক্তিদের সৎকার ও খাবারের ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, সড়ক মেরামত, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর