বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে লিচুর মুকুল সংকট: বিপাকে মৌচাষিরা

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎পাবনার ঈশ্বরদীতে মুকুলের অভাবে লোকসানের মুখে পড়েছে মৌচাষীরা। প্রতিবছর বসন্তের শুরুতে বিশেষ করে ফাল্গুন ও চৈত্র মাসে মুকুলের মৌসুম এলে বিভিন্ন বাগানে মৌচাষিরা আসেন এবং মধু সংগ্রহ করেন। বিশেষ করে লিচু বাগানগুলো মৌমাছির জন্য অন্যতম প্রধান উৎস হওয়ায় মৌচাষিরা সাধারণত এসব বাগানেই মৌমাছির বাক্স বসিয়ে থাকেন। কিন্তু এবছর লিচুর মুকুল না থাকায় মৌমাছির সংখ্যাও কম, ফলে মধু সংগ্রহও হয়েছে সীমিত পরিমাণে।

‎উপজেলার জয়নগর, মানিকনগর, বড়ইচারা, মিরকামারী এলাকা ঘুরে দেখা যায়, যেসব বাগানে প্রতিবছর মৌচাষীরা আসেন সেসব বাগানের অধিকাংশই মুকুলের অভাবে ফাঁকা পড়ে আছে। 

‎শফিকুল ইসলাম নামে এক মৌচাষি জানান, “প্রতিবছর লিচুর ফুল থেকে ভালো পরিমাণে মধু সংগ্রহ করা সম্ভব হয়। তবে এবছর লিচুর মুকুলই আসেনি, তাই মৌচাষ প্রায় বন্ধের পথে। এতে মৌমাছির খাদ্য সংকট তৈরি হয়েছে, আর আমরা পড়েছি বড় ধরনের লোকসানের মুখে।”

‎তিনি আরও জানান, মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে বেঁচে থাকে, আর মৌচাষিরা সেখান থেকে মধু সংগ্রহ করে বাজারজাত করেন। কিন্তু লিচুর মুকুলের অভাবে মৌচাষিরা অন্য বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য আর্থিকভাবে অনেক কঠিন হয়ে পড়েছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর