বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

মানবাধিকারের দাবিদার রাষ্ট্রগুলো এ বিষয়ে সম্পূর্ণ নীরব-মাওলানা দ্বীন ইসলাম

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: ফিলিস্তিনে মুসলমানদের ওপর বর্বর গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের নীরবতা গভীর উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নাসিক ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, ইসরায়েল ও সাম্রাজ্যবাদী শক্তিগুলো পরিকল্পিতভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণকে নিশ্চিহ্ন করতে চায়। অথচ মানবাধিকারের দাবিদার রাষ্ট্রগুলো এ বিষয়ে সম্পূর্ণ নীরব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন ফিলিস্তিনের পক্ষে আরও জোরালো কূটনৈতিক ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে ভয়াবহ গণহত্যা চলছে, আর ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু বিশ্ব সম্প্রদায় নির্বিকার। এটি স্পষ্টত অন্যায় এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময়ই নিপীড়িত মুসলমানদের পাশে ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশ সরকারসহ সমগ্র মুসলিম বিশ্বকে এই গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় মুসলিম উম্মাহকে নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা ফিলিস্তিন ও ভারতের নির্যাতিত মুসলমানদের প্রতি দোয়া ও সংহতি প্রকাশ করেন এবং সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর