সোমবার, মে ১৩, ২০২৪
spot_img

গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ ফিরোজ মাহমুদ,গলাচিপা (পটুয়াখালী): সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ই মার্চ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়।

শেষে উপজেলা চত্বর থেকে এক র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সকাল ৯ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, চিত্রাংকন, রচনা ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ হাফিজ উল্লাহ্, সাধারণ সম্পাদক মোঃ মসিউল ইসলাম রুবেল সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আর আই এন

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর