সোমবার, মে ১৩, ২০২৪
spot_img

চট্রগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সিয়াম রহমান, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে আব্দুর রহিম শান্ত (৪৭) নামে গার্মেন্টস কোম্পানির এক স্টোরকিপার সহ ২ জন চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে কার্ভাডভ্যান চালক ও গাড়িতে অবস্থানরত আব্দুর রহিম মারা যান।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামুখী লেনে নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম

নিহত আব্দুর রহিম শান্ত ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের আজাহার আলীর দ্বিতীয় পুত্র। এ ঘটনায় নিহত কাভার্ডভ্যান চালক মাসুম বিল্ল্যাহ (৪২) বরিশালের বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, রোববার সকালে গার্মেন্টস ফ্যাক্টরির মালামাল নিয়ে মিনি কাভার্ডভ্যানটি মালবাহী ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যানের চালক ও পাশে বসা ওই ফ্যাক্টরির স্টোরকিপার ঘটনাস্থলে নিহত হন।

নিহত আব্দুর রহিমের ভাই মনিরুল ইসলাম মিন্টু জানান, গাজীপুরের টংগীতে অবস্থানরত ষ্টেড ফাস্ট নিট টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক তৈরি ফ্যাক্টরিতে স্টোরকিপার হিসাবে চাকরি করতেন তার ভাই। শনিবার সন্ধ্যায় ওই কোম্পানির নিজস্ব কাভার্ডভ্যানে শিপমেন্ট মালামাল বিক্রি করতে চট্রগ্রামে যাচ্ছিলেন। পথে রোববার সকালে দূর্ঘটনায় তার ভাইসহ কাভার্ডভ্যানের চালক প্রাণ হারান।

কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন বলেন, রোববার সকালে মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেনে মালবাহী ট্রাকের পিছনে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি ও নিহত ব্যক্তিদের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দূঘটনা ঘটতে পারে।

এদিকে, চট্রগ্রামে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিমের নিহতের খবরে তার গ্রামের বাড়ি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামে বইছে শোকের মাতম। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে যান। আজ সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় বাবুলচারা কেন্দ্রীয় কবরস্থানে তার নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর