সোমবার, মে ২০, ২০২৪
spot_img

কুমিল্লায় দুইটি জিআইএস উপকেন্দ্রসহ একটি ইলেক্ট্রিক গাড়ি চার্জিং স্টেশনের উদ্বোধন

গত ২০ জানুয়ারি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান বিতরণ অঞ্চল কুমিল্লা সফর করেন। এসময় টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-এর চেয়ারম্যান  মুনীরা সুলতানা এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান সিনিয়র সচিবের সফরসঙ্গী ছিলেন। 

সফরকালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব বিউবো’র বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প কুমিল্লা জোন এর আওতায় আপগ্রেডেশনকৃত দাতিয়ারা ৩৩/১১ কেভি, ৩×১৬/২০ এমভিএ জিআইএস উপকেন্দ্রের উদ্বোধন করেন। একইসময় তিনি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মাইজদী ৩৩/১১ কেভি, ১×১০/১৩ +১×১৬/২০+ ১×২০/২৬ এমভিএ জিআইএস উপকেন্দ্রেরও উদ্বোধন করেন।

এরপর তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিয়ামী রেষ্টুরেন্ট এলাকায় এসি চার্জার টাইপ-২ ধরনের একটি ইলেক্ট্রিক গাড়ি চার্জিং স্টেশনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিতরণ অঞ্চল কুমিল্লা  ও সংশ্লিষ্ট বিতরণ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গেও সিনিয়র সচিব মতবিনিময় করেন। 

উপকেন্দ্র দু’টি উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান বিপিএএ বলেন, এতদিন যাবৎ এ এলাকায় ভোল্টেজ জনিত যে সমস্যা ছিল, আজকের পর থেকে তা থাকবে না। এছাড়া ক্রমবর্ধমান বিদ্যুৎ গ্রাহকদের জন্যও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানে এই উপকেন্দ্রটি যথেষ্ট সক্ষম এবং কার্যকরী। বিতরণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সমানতালে আমরা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি)-এর সঞ্চালন নেটওয়ার্কেরও সক্ষমতা বৃদ্ধি করছি। তিনি আরো বলেন, এ দুটি উপকেন্দ্রের আপগ্রেডেশনের ফলে সংশ্লিষ্ট এলাকার প্রায় এক লাখ ১৫ হাজার লোক সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহ সুবিধা ভোগ করবে। পাশাপাশি এখানকার বিতরণ লসও অনেকাংশেই হ্রাস পাবে। 

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান বিতরণ অঞ্চল কুমিল্লা সফরকালে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব উন্নয়ন ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ও স্রেডা’র সদস্য প্রশাসন মোঃ মোশাররফ হোসেন, বিউবো’র সদস্য অর্থ সেখ আকতার হোসেন, বিউবো’র সদস্য বিতরণ প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, বিউবো’র সদস্য পিএন্ডডি প্রকৌশলী পল্লবী জামান, বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল করিম, বিতরণ অঞ্চল কুমিল্লার প্রধান প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন প্রামানিক, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প কুমিল্লা জোনের প্রকল্প পরিচালক প্রকৌশলী শেখ মঈন উদ্দিন, বিতরণ অঞ্চল চট্টগ্রাম ও কুমিল্লা জোনের সকল তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিএসও টু চেয়ারম্যান মনিরুজ্জামান এবং পরিচালক জনসংযোগ মোঃ শামীম হাসানসহ সংশ্লিষ্ট সকল নির্বাহী প্রকৌশলী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর