শুক্রবার, মার্চ ২১, ২০২৫
spot_img

নতুন করে নির্বাচন না দিলে আ. লীগের ভবিষ্যৎ সুখকর হবে না: ফখরুল

বিগত নির্বাচনে সরকারের সংকট আরও গভীর হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যদি নতুন নির্বাচনের ব্যবস্থা না করে, তাহলে তাদের ভবিষ্যৎ সুখকর হবে না। রোববার (১২ মে) বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ৮ মে’র সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডোনাল্ড লু’র সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিদেশি কারা বাংলাদেশে আসলো তা নিয়ে নয়, বরং জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে বিএনপি।

তিনি বলেন, জেলে অসুস্থ হয়ে পড়েছিলাম, ওজন কমে গিয়েছিল ছয় কেজি। সেজন্য চিকিৎসা নিতে হয়েছে। এরপর আবার ওমরাহ করেছি।

এসময় তিনি আরও বলেন, দেশে বিরাজনীতিকরণ করতে বিচারবিভাগকে হাতিয়ার করা হচ্ছে। শুনতে পাচ্ছি বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে রাখতে ট্রাইব্যুনাল করা হচ্ছে। বর্তমান শাসকগোষ্ঠীর মূল লক্ষ্য রাজনীতিতে নির্বাসিত করা। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বিচারবিভাগকে।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। তাদের মধ্যে দাম্ভিকতা তৈরি হয়েছে, কারণ তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। তারা একটা গোত্র তৈরি করেছে, তাদের দুর্নীতি করতে সহায়তা করছে। সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করে ফেলেছে। এখন গোটা দেশেই নৈরাজ্য।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর