সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img

ইবিতে জিমনেশিয়াম এবং ইনডোর সপ্তাহে ৭ দিন খোলা রাখাসহ ৬ দফা দাবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিমনেশিয়াম এবং ইনডোর সপ্তাহে ৭ দিন খোলা রাখা-সহ ৬ দফা দাবি জানানো হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ্ আলমের কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি জমা দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখিত ৬ দফা দাবিগুলো হলো ফুটবল মাঠে স্থাপিত দুইটি সুপেয় পানির কল সংস্কার এবং ক্রিকেট মাঠে অনতিবিলম্বে দুটি পানির কল স্থাপন করতে হবে, ক্রিকেট মাঠে স্থায়ী দুইটি প্লেয়ার ডাগ-আউট স্থাপন করতে হবে, জিমনেশিয়াম এবং ইনডোর সপ্তাহে ৭ দিন খোলা রাখতে হবে, ক্রিকেটারদের সুবিধার্থে নতুনভাবে কংক্রিট পিচ স্থাপন করতে হবে, ফুটবল ও ক্রিকেট মাঠ যথাযথভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রি সরবরাহ করতে হবে এবং সকল ইনডোর এবং আউটডোর গেমস সমূহ যথাযথভাবে আয়োজন করতে হবে।

এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ্ আলম স্মরারকলিপি প্রাপ্তি বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি স্মরকলিপিটি জমা নিয়েছি। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক ছিলো। আমি দাবি গুলো প্রশাসনের কাছে উত্থাপন করবো। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তরিৎ ব্যবস্থা নিবে।

রবিউল আলম/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর