সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img

সিটি করপোরেশনের ময়লা বাহী ট্রাকের ধাক্কায় গর্ভবতী নারীর মৃ’ত্যু

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ময়লার ট্রাকের ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক ৬ মাসের অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৬ মে) সকাল ৮ টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী-চাষাঢ়া সড়ক পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রামনপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর ভাড়া বাড়িতে থেকে সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টসে চাকরি করতেন। নিহতের স্বামীর নাম অতুল চন্দ্র

এ ঘটনার পর সিটি করপোরেশন ময়লার গাড়ি ও চালক ইকবালকে (৩৫) আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আজ (রোববার) সকালের দিকে নিহত ওই নারী তার কর্মস্থলে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি ময়লার ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে অনি রানী নামে এক নারী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পুলিশ দ্রুত মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর