সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী): দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোহরদীতে চেয়ারম্যান পদে নজরুল মজিদ মাহমুদ স্বপন বেসরকারীভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.ফজলুল হক।
২৪.৬৯ ভাগ ভোটারের অংশগ্রহনে গতকাল অনুষ্ঠিত মনোহরদী উপজেলা পরিষদের নির্বাচনে ৩৩, ৮, ৬৯ ভোট পেয়ে বেসরকারীভাবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল মজিদ মাহমুদ চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.মুহাঃ ফজলুল হক।
শান্তিপূর্ন এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন যথাক্রমে তৌহিদ সরকার ও শাহনাজ পারভীন শিল্পী।