মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জলাবদ্ধতার কারনে প্রশিক্ষনার্থীদের চরম দুর্দশা চলমান। পানি নিস্কাষনের অভাবে এখানে প্রশিক্ষনার্থী, প্রশিক্ষক ও সুবিধে ভোগীদের যারপরনাই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মনোহরদী বাজার সংলগ্নস্থানে অব উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রটিতে চরম দুরবস্থা বিদ্যমান।এখানকার প্রবেশ পথ ও প্রাঙ্গনে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মনোহরদী উপজেলা কৃষি অফিসের সাপ্তাহিক অধিবেশনহ কৃষকদের বিভিন্ন প্রশিক্ষন, কৃষি উপকরন বিতরন ইত্যাদি কার্যক্রমে একটি ভোগান্তি ঘটে সংশ্লিষ্টদের। প্রশিক্ষক প্রশিক্ষনার্থীদের এখানে প্রশিক্কন উপযোগী ন্যুনতম কোন পরিবেশ অনুপস্থিত।
আজ সোমবার(২ জুলাই) কৃষকদের মধ্যে কৃষি উপকরন বিতরনকালে মাঠের জলাবদ্ধতার কারনে এখানে সুবিধেভোগীদের চরম দুর্ভোগ চলতে দেখা যায়। সম্প্রতি এখানে কৃষি প্রশিক্ষন কেন্দ্রের সংলগ্ন স্থানে কৃষি উপকরন রাখার জন্য একটি নতুন ভবন নির্মিত হয়েছে। এতে একটি রাস্তাও প্রাক্কলনে ধরা আছে বলে মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার জানিয়েছেন। ঠিকাদার সেটি করে দেবেন বলে তাকে জানিয়েছেন বলে তিনি জানান।সেটি হলে দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
তবে পানি নিস্কাষনের ব্যবস্থা কোন ব্যবস্থা না হওয়া পর্যন্ত এর স্থায়ী কোন সমাধান নেই। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ সায়েন্স হাউজের প্রোপাইটার কাইয়ুম জানান, প্রাক্কলনে যেটুকু রাস্তা আছে সেটুকু তিনি ইতোমধ্যেই নির্মান করে দিয়েছেন। কিন্তু পানি নিস্কাষন ব্যবস্থার অভাবে বর্তমান জলাবদ্ধ পরিস্থিতি নিয়ে তার কিছুই করনীয় নেই বলে তিনি দাবী করেন।
সাইফুর রহমান আকন্দ নিশাদ/এস আই আর