মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদীর হেতমদী-সাগরদী রাস্তায় মোটর বাইক দুর্ঘটনায় এক সদ্য বিবাহিত যুবক ও মাত্র দু সপ্তাহ আগে পিতৃত্ব পাওয়া এক যুবকের মৃত্যু ঘটেছে।তাদের একজনের বাড়ী উপজেলার হাফিজপুর ও অপর জনের বাড়ী চালাকচর গ্রামে।
গতকাল (১৬ আগষ্ট) সন্ধ্যের দিকে মনোহরদীর নতুন রাস্তা হিসেবে খ্যাত হেতিমদী-সাগরদী রাস্তায় তিন বন্ধু একটি মোটরবাইকে যাত্রা করছিলো।
এ সময় মঈশাকান্দী গ্রাম সংলগ্ন রাস্তায় একটি প্রাইভেট কারের সাথে তাদের সংঘর্ষ ঘটে।এতে তারা বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।গুরুতর মোটর বাইক আরোহী ইমরান ও আসিফ মাহমুদকে চিকিৎসার্থে তাৎক্ষণিক মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
পরিস্থিতি জটিল বিবেচনায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।তাদের মধ্যে প্রথমে ইমরান (২৪) নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও পরে রাস্তায় আসিফের (২৬) এর মৃত্যু ঘটে।নিহত আসিফ মাহমুদ চালাকচর বাজারের কাপড় ব্যবসায়ী ও হাফিজপুর গ্রামের রাজি উদ্দীনের পুত্র।
মাত্র দু’সপ্তাহ আগে তিনি একটি সন্তানের পিতা হন।নিহত অপর যুবক ইমরান(২৪) চালাকচর গ্রামের আবুল খয়েরের পুত্র।দুর্ঘটনার ঠিক আগের দিনই (১৫ আগষ্ট) তার বিয়ে সম্পন্ন হয়।আজ নিজ নিজ গ্রামে পৃথক পৃথকভাবে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মোটর বাইকের অপর আরোহী পাকুন্দিয়া এলাকার রিফাত আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তাদের একজন সদর থানা এলাকায় হাসপাতালে মারা যান।এ ব্যাপারে মনোহরদী থানায় কোন মামলা হয়নি।
সাইফুর নিশাদ/এস আই আর