মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মহাজনের ফেলে রাখা খালি ড্রাম নিংড়ে তেল সংগ্রহ করছিলেন নিলুফা। এ দিয়ে তার পারিবারিক ভোজ্য তেলের চাহীদার জুগান হবে।
মনোহরদী বাজারের মূুদী মনোহারী ব্যবসার মহাজন দুলাল সাহা। বাজারের দক্ষিন অংশে রাস্তার পাশে তার খালি হওয়া সয়াবিন তেলের ড্রাম জড়ো করা থাকে। সেগুলো পুনঃভর্তি হতে তেলের মিলে যাওয়ার অপেক্ষায় ছিলো। এ ফাঁকে কাপাসিয়ার ঘাগুটিয়া গ্রামের নিলুফা এ থেকে পারিবারিক চাহীদার ভোজ্য তেল সংগ্রহ করে নিচ্ছিলেন আজ এখানে।
ড্রামের মুখ খোলার জন্য একটি লোহার অ্যাংগল কিনে নিয়েছেন তিনি বাজার থেকে। তা দিয়ে দু এক প্যাচ উল্টো ঘুরাতেই ড্রামের মুখ খুলে গেলো। একটি ছোট স্পন্জের টুকরোসহ নিলুফা এবার ড্রামের ভেতরে তার হাতটি ঢুকিয়ে দেন। হাতের স্পন্জ দিয়ে ড্রামের ভেতরে থাকা তেল মুছে আনেন তিনি। অতঃপর স্পন্জ চিপে সাথে থাকা বাটিতে সে তেল সংগ্রহ করে চলছিলেন তিনি।
এ ভাবে একের পর এক খালি ড্রাম নিংড়ে তেল সংগ্রহ করেন তিনি।নিলুফা জানান, বাড়ী নিয়ে জ্বাল করার পর ময়লা ছেঁকে আলাদা করে নিতে হবে তেল। তারপর সে তেল দিয়ে সপ্তাহের ভোজ্য তেলের চাহীদা মেটানো হবে। আক্রার বাজারে এ তেলটুকুই বা কম কি? নিলুফা সপ্তাহে একবার এখানে আসেন তিনি তেল সংগ্রহের জন্য। এ করে করে অনেক দিন ধরেই চলছে তার।