সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img

পাটক্ষেতে মিললো সদ্য কারামুক্ত বিএনপি নেতার মরদেহ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির সদ্য কারামুক্ত নেতা আজগার আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় এক পাটক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। উপজেলার হাউলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন আজগার আলী (৫৭)।

পরিবারের লোকজন জানান, সোমবার বিকেলে আজগার আলী বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার  সকাল ৭টার দিকে সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ জয়রামপুর বেলে মাঠের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি লাঠি পাওয়া গিয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজগার আলী স্ট্রোক করে মারা গেছেন। পারিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়না তদন্ত না করে পরিবাবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর