বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও যুবলীগের সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শাহান, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান, পৌর আওয়ামী লীগ নেতা মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, মো. আনিস উদ্দিন, মো. চান মিয়া ও গাংগাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হাসান নাঈম।
সেনাবাহিনীর চারটি দল ও নান্দাইল মডেল থানা পুলিশের সহযোগিতায় নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগেট সাতজনকেন আটক করে রাতেই তাঁদের নান্দাইল মডেল থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বুধবার (২০ নভেম্বর) আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আব্দুল হালিম/এমএ