সোমবার, মার্চ ১৭, ২০২৫
spot_img

আদমদীঘিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ জুন) বুধবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সমন্বয় সভায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ান গ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, চাপাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম হোসেন, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন, মাদকদ্রব্যের কর্মকর্তা এসএম এলতাস উদ্দিন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম, আদমদীঘী প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সমন্বয় সভায় উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি, বাল্যবিবাহ, চুরি-ছিনতাই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জুয়া রোধ, বাজার নজরদারি, অপহরণসহ আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আবু বকর সিদ্দিক বক্কর/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর