বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
spot_img

গৃহবধূর ঝুলন্ত লা’শ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে তাহমিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি বুধবার রাত প্রায় ৮ টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল (বজিটিলা) গ্রামের বাসিন্দা রিক্সাচালক বাদশা মিয়ার মেয়ে তাহমিনাকে প্রায় দুই মাস পূর্বে তার অনিচ্ছাকৃত বিয়ে দেয়া হয়। স্বামী নাইম হোসেন (২৪) বেলাগাঁও গ্রামে ভাড়া বাসায় থাকেন। নাইম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার তাজুল ইসলামের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মঙ্গলবার সন্ধ্যায় তাহমিনা একটি কক্ষে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। রাত প্রায় ৮ টার দিকে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জুড়ী থানার এস আই রফিকুল ইসলাম বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। প্রাথমিক ভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তিমির বনিক/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর