আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে দক্ষিণ পাড়া মসজিদ এলাকা থেকে গতরাতে কায়সার নামের একজন বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ।
দূর্বৃত্তের হাতে খুন হওয়া কায়সার আলী (৭২) উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের মৃত গরীবুল্লাহর ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কায়সার আলী প্রকৃত পক্ষে সহজ সরল প্রকৃতির একজন ভালো মানুষ। কারো সাথে তার কোনো শত্রুতা নাই। তবে রাতের বেলা আম কুড়ানোর জন্য বের হয়ে দূর্বৃত্তদের চিনতে পারায় খুন হতে পারে বলে এলাকা বাসীর ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ জনতার বার্তাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দূর্বৃত্তের হাতে খুন হয়েছে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। খুনিদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী জোর তৎপরতা চালাচ্ছে।
আবু বকর সিদ্দিক বক্কর/এস আই আর