আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সভাকক্ষে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০ জুলাই) মঙ্গলবার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে বেলা সাড়ে এগারো ঘটিকার সময় অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাপা, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীসহ আরো অনেকে। এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, চুরি-ডাকাতি ও ছিনতাই রোধ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আবু বকর সিদ্দিক/এমএ