জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রানিনগর থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার রানীনগর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে হাতেনাতে আটক করে র্যাব।
সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সদর উপজেলার চর কোদালকাটিড গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম, চর আলাতুলি গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. আলাউদ্দিন ও সাদেকুল ইসলামের ছেলে মো. সুমন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে জানা যায়, সদর উপজেলার বকচর ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে কয়েকজন মাদক ব্যবসায়ী নৌকাযোগে যাত্রীবেশে অবৈধ মাদকদ্রব্য হেরোইন তাদের দখলে নিয়ে বিক্রির উদ্দেশ্যে পদ্মা নদী পেরিয়ে বালুগ্রাম ঘাঁটের দিকে আসছে। এই তথ্যের ভিক্তিতে বালুগ্রাম ঘাঁটে নৌকা থেকে নামা মাত্রই তাদেরকে আটক করে র্যাব সদস্যরা। এসময় আরেক ব্যক্তি পালিয়ে যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, নৌকাযোগে যাত্রী সেজে তারা এসব হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এসব মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে হেরোইন নিয়ে এসে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বিক্রি করতো। আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।
হানিফ মেহমুদ/এসএ