সোমবার, মার্চ ২৪, ২০২৫
spot_img

চাঁপাইনবাবগঞ্জে হে’রোইন সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সেবনের দায়ে এক মাদকাসক্তকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকাল সাড়ে ৫ টায় শহরের উদয়সংঘ মোড়ের চরজতপ্রতাপ এলাকায় থেকে হেরোইন সেবনের সময় হাতেনাতে তাঁকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়।

দন্ডপ্রাপ্ত চাঁদ মোহাম্মদ পৌরসভার শিবতলা নতুন পাড়ার আশরাফ হোসেনের ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক আসাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন সেবনকালে চাঁদ মোহাম্মদ আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত চাঁদকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এমন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

হানিফ মেহমুদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর