বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
spot_img

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর চোখ উপড়ানো মৃ’তদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ডান চোখ উপড়ানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত শিক্ষার্থী নাচোল উপজেলার পীরপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (১৪)। সে পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

মৃতের বাবা-মা জানান, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে, রাতে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মৃতের বাবা পীরপুর হাট চাতালে গেলে ছেলের রক্তাক্ত বীভৎস লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে এলাকার গ্রাম পুলিশের মাধ্যমে থানায় লাশ পৌঁছানো হয়।

ছেলের বাবা মজিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে আমার ছেলেকে হত্যা করেছে এলাকার কিছু দুর্বৃত্ত।

নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, এ ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সাথে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি করছি।

২নং ওয়ার্ড ইউপি সদস্য এরশাদ আলী জানান, ছেলেটা খুবই ঠান্ডা প্রকৃতির ছিল। এমন ছেলেকে কেউ হত্যা করবে ভাবতে পারিনি। এ ঘটনার সুস্থ তদন্তপূর্বক অপরাধীদের ন্যায্য বিচার দাবি করছি। এছাড়াও গ্রামবাসী এর সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন।

নাচোল থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, থানায় লাশ আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে, মামলার প্রক্রিয়াধীন। সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো:হানিফ মেহমুদ/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর