বৃহস্পতিবার, মে ১, ২০২৫
spot_img

পাঁচবিবিতে মন্দির পরিদর্শনে সেনাবাহিনী

জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা অবাধ সুষ্ঠ ও শান্তি শৃংঙ্খলা ভাবে উদযাপনের লক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করেন সেনাবাহিনী।

এ সময় তারা মন্দির কমিটির সঙ্গে কথা বলছেন এবং পুজা পালনে কোন প্রকার সমস্যার সৃষ্টি হলে তাদের সঙ্গে তৎক্ষনাত যোগাযোগ করার পরামর্শ দেন।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সকল মন্দির পরিদর্শনকালে থানা পুলিশ সঙ্গে ছিলেন। উপজেলার শিমুলতলী, বারোয়ারী, বাগজানা, রতনপুর, সোনাপুর, শালুয়া, হাটখোলা, কেশবপুর ও আয়মারসুলপুর সহ বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন করেন
সেনা ও পুলিশ সদস্যরা।

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল হকের নেতৃত্বে ২ পিক আপ সেনাসদস্য দূর্গাপুজার মন্দিরগুলো পরিদর্শন করেন। এসময় থানার এস আই মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সেনা সদস্যদের সঙ্গে ছিলেন।

পাঁচবিবি উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী বলেন, উপজেলায় এবছর ৭৬’টি মন্দিরে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা উদযাপন হবে।

জয়নাল আবেদীন জয়/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর