জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
সরকারি চাকরিজীবীদের মতো দেশের প্রত্যেকটি সাধারণ নাগরিককে পেনশনের আওতায় আনতে সরকারি এই পরিকল্পনা সবিস্তারে ব্যাখ্যা করেন এবং উদ্বুদ্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, সোনালী ব্যাংকের ম্যানেজার এস বুলবুল আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার, সমবায় অফিসার হারুনুর রশীদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
মোঃ এ কে নোমান/এস আই আর