গুরদাসপুর (নাটোরে) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে আনসার বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্র সমাজ। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার দুপুর ১২টার দিকে থানার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্ররা।
জানা যায়, বিক্ষোভ মিছিলটি চলনবিল প্রেসক্লাব মোড় থেকে গুরুদাসপুর বাজার, রোকেয়া মোড়, উপজেলা চত্বর হয়ে থানার মোড় শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আনসার বাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেন- খালিদ হাসান, মুকিত হাসান, শেখ রাতুল, রোকনুজ্জামান বাবু, রোকনুজ্জামান তানভীর, শাহরিয়ার রোকন, ইব্রাহীম, আরিফিন সাজিদ, রুপন প্রমুখ।
মোঃ সোহাগ আরেফিন/এস আই আর