নোবিপ্রবি প্রতিনিধি: দেশের চলমান প্রতিকুল পরিস্থিতিতে বন্যার্তদের জন্য ত্রান বিতরন করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ময়নামতি রেজিমেন্ট।
২৫ আগস্ট (রবিবার) ফেনীর মহীপালে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্মি ক্যাম্পে বিএনসিসির ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স এবং ময়নামতি রেজিমেন্টের ৬, ৮ এবং ৯ ব্যাটালিয়নের এডজুটেন্ট মেজর শাহরিয়ার কবির সেনাবাহিনীর আর্মি ক্যাম্পে বন্যার্তদের জন্য ত্রান হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বস্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন (অবঃ)। তিনি এ সময় বিএনসিসির সার্বিক সাফল্য কামনা করেন।
পরবর্তীতে, ফেনীর দাগুনভূইয়াতেও স্থানীয়দের মাঝে ত্রান বিতরণ করেন তারা।
ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার এক সাক্ষাৎকারে জানান, ” বিএনসিসি ক্যাডেটদের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে অন্যতম হচ্ছে দেশের দুর্যোগকালীন সময়ে দেশমাতৃকার তরে সেচ্ছাসেবী হিসেবে কাজ করা। আমাদের ক্যাডেটরা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ যেসব অঞ্চল বন্যাদুর্গত সেসব অঞ্চলে সেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। তারা ত্রান বিতরন এবং আশ্রয়কেন্দ্রগুলোতে কাজ করে যাচ্ছে। আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছি। তারই ধারাবাহিকতা স্বরুপ ময়নামতি রেজিমেন্ট থেকে আমরা বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেছি ফেনীতে”।
সাজিদ খান/এস আই আর