সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
spot_img

নওগাঁয় দুইদিন ব্যাপী বন্যার্তদের সহায়ার্থে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের এক ব্যতিক্রমী চ্যারিটি কনসার্ট। নওগাঁ ব্যান্ড সংগীত পরিবারের আয়োজনে আজ ও আগামীকাল (২৬-২৭ আগস্ট) দুই দিনব্যাপী এই সংগীতানুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অর্থ সংগ্রহ করা। দীর্ঘ সময় ধরে চলা এই জমকালো আয়োজনে অংশ নিয়েছে স্থানীয় জনপ্রিয় ব্যান্ড এবং আঞ্চলিক শিল্পীরা। সংগৃহীত অর্থ বন্যাকবলিত অঞ্চলের মানুষের খাদ্য, ত্রাণ, বস্ত্র ও অন্যান্য সহায়তার জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন শিল্পীরা।

জানা গেছে, উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও সাম্প্রতিক প্রবল বর্ষণে দেশের ১০ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সৃষ্ট এই ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ আশেপাশের অঞ্চলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, ফসল এবং জীবিকা হারিয়ে অনেক মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের সহায়তার উদ্দেশ্যে নওগাঁ ও বগুড়া জেলার সান্তাহারের মিউজিশিয়ানরা এই চ্যারিটি কনসার্টের আয়োজন করেন।

নষ্টনীড় ব্যান্ডের বেস গিটারিস্ট সোয়াইব নির্জন বলেন, “এই বন্যায় ১০-১২ জেলা সহ আশেপাশের এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সংগীত আমাদের একমাত্র হাতিয়ার, আমরা চেয়েছি আমাদের সংগীতের মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াতে। এই চ্যারিটি কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ সরাসরি বন্যাকবলিত মানুষের সাহায্যে ব্যবহৃত হবে।”

কনসার্টের প্রধান আকর্ষণ ছিল দেশজুড়ে পরিচিত স্থানীয় ব্যান্ড শিল্পীদের পরিবেশনা। ব্যান্ডগুলো তাদের শক্তিশালী ও মেলোডিক পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছে। প্রতিটি ব্যান্ডই তাদের জনপ্রিয় গান পরিবেশন করে এবং কনসার্টের উদ্দেশ্যকে আরও অর্থবহ করে তোলে।

আরেক শিল্পী মাগফুরুল হাসান বিদ্যুৎ বলেন, “আমরা সবসময় চাই আমাদের সঙ্গীতের মাধ্যমে মানুষের জন্য কিছু করতে। আজকের কনসার্ট সেই চেষ্টার অংশ, এবং আমরা গর্বিত যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছু করতে পারছি।”

এই চ্যারিটি কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে সরাসরি বন্যাকবলিত এলাকার মানুষের সাহায্যার্থে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, পানি, ওষুধ এবং ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানান, ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে এবং দ্রুত ত্রাণ বিতরণ শুরু হবে।

নওগাঁ ও সান্তাহারের মিউজিশিয়ানরা এই আয়োজনের জন্য যেমন গর্বিত, তেমনি সমাজের মানুষের কাছ থেকে পাওয়া উদার সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। ষ্টুডিও বাক্য এবং বুলেট সাউন্ড সিস্টেম মহাদেবপুরের সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানিয়েছেন, এই কনসার্টের সফলতাকে সামনে রেখে ভবিষ্যতে আরও বড় আকারে এ ধরনের চ্যারিটি ইভেন্ট আয়োজন করা হবে।

এই কনসার্ট কেবল সঙ্গীতপ্রেমীদের জন্য আনন্দদায়ক মুহূর্তই নয়, বরং এটি সমাজের প্রতি দায়বদ্ধতার একটি প্রতীক হয়ে থাকবে। সঙ্গীতের মাধ্যমে সম্প্রীতি, সহানুভূতি এবং সাহায্যের বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে নওগাঁবাসীর হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে এবং একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

মো: এ কে নোমান/এস আই আর

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর